সৃষ্টি হয়েছে অস্বাভাবিক পরিবেশ! হুট করেই বিশ্বকাপে নাফিস ইকবালকে বাদ দিয়ে কি বুঝাতে চাইলো বিসিবি?

বাংলাদেশ ক্রিকেট দলের লজিস্টিক ম্যানেজমেন্ট নাফিস ইকবালের সাথে জাতীয় দলের ক্রিকেটারদেরত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কেমন সেটা ভক্ত-সমর্থকদের আর খুলে বলার অপেক্ষা রাখে না। তবে আজকের সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে হুট করেই নাফিস ইকবালকে আজ দলের ম্যানেজার থেকে বরখাস্ত করে দিয়েছে বিসিবি।




নাফিস ইকবালকে বাদ দেওয়ার কারনে সে ভাবে মুখ না খুললেও জানা গেছে খালেদ মাহমুদ সুজন এর কাছে নাকি দলের কয়েকজন ক্রিকেটার নাফিস ইকবালের মিস্টেক নিয়ে অভিযোগ করেছেন। আপনি কি এটা বিশ্বাস করবেন, যে নাফিস ইকবালের সঙ্গে ক্রিকেটারদের আত্মার সম্পর্ক সেই নাফিস ইকবালের বিরুদ্ধে কোন ক্রিকেটার অভিযোগ করতে পারে?

বিসিবির এমন অভিযোগ সত্যি প্রমাণ করে দেই যে বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যে পরিবেশটা এখন অস্বাভাবিক। অস্থির পরিবেশ নিয়ে তারা সফল করতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। নাফিস ইকবালকে বাদ দিয়ে নতুন করে এ পদে আসছে বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম হাসান হোসেন।




আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন রাবিদ। উল্লেখ্য যে সর্বশেষ সৎ টি-টয়েন্টি বিশ্বকাপের ক্রিকেট অপারেশনের সাবেক ম্যানেজার সাব্বির খান চাকরি ছাড়ার পর থেকে ভারপ্রাপ্ত ম্যানেজার হিসেবে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে দায়িত্ব পালন শুরু করেন নাফিস ইকবাল।

এরপর থেকে নিয়মিত দায়িত্ব পালন করে গেছেন তিনি। সর্বশেষ আরব-আমিরাতের বিপক্ষ দলের ম্যানেজার ছিলেন সাবেক এই ক্রিকেটার। কিন্তু আজ হুট করে বিসিবির এমন সিধান্তে সবার মাথায় ভেঙে পড়েছে। বিসিবি থেকে জানানো হয়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিসিবি নতুন করে টিম ম্যানেজার নিয়োগ দেবেো। আপাতত এই সফরে দায়িত্বে থাকবেন রাবিদ ইমাম সরিয়ে দেয়া হয়েছে নাফিসকে।




Related articles

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest articles