দারুণ সুখবরঃ ৭০ লক্ষ টাকা পাচ্ছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হতে পারলে পাবে ১৬ কোটি টাকা। থাকছে বোনাসও

আগামী ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সবমিলিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বাংলাদেশি টাকায় ৫৬ কোটি টাকা।




বিশ্বকাপে প্রতিটি ম্যাচের বিজয়ী দল পাবে ৪০ হাজার ডলার। গতবারের মতো এবারও চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ১৬ কোটি টাকা। ফাইনালে হেরে যাওয়া দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক, ৮ লাখ ডলার।

১৬ দলকে নিয়ে প্রায় এক মাসের এই টুর্নামেন্টে সেমিফাইনালে হেরে যাওয়া দুটি দলকে দেওয়া হবে ৪ লাখ ডলার করে। সব মিলিয়ে এবারের প্রাইজমানি ৫৬ লাখ ডলারের, বাংলাদেশি মুদ্রায় ৫৬ কোটি টাকা।




সুপার টুয়েলভে বাদ পড়া আটটি দলের প্রত্যেকে পাবে ৭০ হাজার ডলার। গত বছরের মতো এবারও সুপার টুয়েলভে ৩০ ম্যাচের প্রত্যেকটি জিতে ৪০ হাজার ডলার করে পাবে।

এরই মধ্যে ৮টি দল সরাসরি সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে- আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউ জিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। গতবার বাছাই পর্ব খেললো এবার মূল পূর্বে খেলবে বাংলাদেশ। এই আসরের জন্য সব মিলিয়ে প্রাইজমানি ৫৬ কোটি টাকা, তার মধ্যে বাংলাদেশ নিশ্চিতভাবে ৭০ লাখ টাকা পাবে।



Related articles

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest articles