বরিশালে মাটির খুঁড়তেই বেরিয়ে এলো গুপ্তধনের কলস, সোনা-রুপার মুদ্রা!

গুপ্তধন! নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সোনা রুপা কিংবা হিরে পান্না। সময়ের সাথে সাথে কখনো কখনো গুপ্তধনের হদিস মিলেছে আবার কখনো পূর্বপুরুষদের কাছ থেকে শুনে আশা রূপকথার গল্পের হিসেবেই আছে।

এমনই একটি ঘটনা ঘটেছে বরিশালের ঝালকাঠিতে। বসত ভিটা মাটি খুঁড়তেই বের হয় গুপ্তধনের কলস।একে একে বের করা হয় সোনা রুপার মুদ্রা আর তখনই চাঞ্চল্য শুরু হয় এলাকায়। যে যার মত লুটপাট করে নিয়ে যায় মুদ্রাগুলো।

কলস থেকে পাওয়া একটি এউপার মুদ্রার নমুনা পাওয়া গেছে। ১৯০১ সালের রাজা সপ্তম এডওয়ার্ডের প্রতিকৃতি সম্বলিত। জানা গেছে প্রাপ্ত মুদ্রাগুলো বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়েছে বরিশালে। এদিকে গুপ্তধনের সন্ধানে মাঠে নেমেছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে মেম্বার বাবুল কেউ। গুপ্তধনের সেই কলস নিয়ে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য প্রাচীন এই সম্পদ উদ্ধারে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়।

Related articles

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest articles