যুক্তরাষ্ট্র থেকে বিবিএ করে দেশে এসে হয়েছেন মা,,দ,,ক বিজ্ঞানী

নিজে শুধুমাত্র ধূ,,ম,,পান ও মদে আ,,স,,ক্ত। কিন্তু বিভিন্ন নতুন ধরণের মাদক নিয়ে গবেষণা করেন ওনাইসী সাঈদ ওরফে রেয়ার সাঈদ (৩৮)। কুশ, হেম্প, মলি, ফেন্টানলের মতো মা,,দ,,কর চাষ ও বাণিজ্যিকভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে তাপ নিয়ন্ত্রণ গ্রো-টেন্টও তৈরি করেছিলেন।




গোপন তথ্যের ভিত্তিতে ‘মা,,দ,,ক বিজ্ঞানী’ সাঈদকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আমেরিকায় পড়াশোনা করার সময় নতুন মা,,দ,,কে আগ্রহ জন্মে । সেই আগ্রহ থেকে বিভিন্ন অপ্রচলিত ও নতুন মা,,দ,,ক এক্সট্যাসি বিদেশ থেকে কখনো নিজে, কখনো পার্সেলের মাধ্যমে আমদানি করতেন। আর টাকা পাঠাতেন হুন্ডির মাধ্যমে। এরপর বিশ্বস্ত সার্কেলের মাধ্যমে হাতে হাতে তা রাজধানীর বিভিন্ন পার্টিতে সরবরাহ করতেন।

দেশের একটি স্বনামধন্য ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা শেষ করেন সাইদ। তারপর ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন (বিবিএ) করতে চলে যান যুক্তরাষ্ট্রে। পরবর্তীতে মাস্টার অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) করেন মালয়েশিয়ায়। ২০১৪ সালে দেশে ফিরে প্রথমে বাবার টেক্সটাইল ব্যবসা দেখাশোনা করেন।

থাইল্যান্ডে থাকা অবস্থায় বাংলাদেশের রাজধানীর এলিফেন্ট রোডের ফয়সাল নামক যুবকের সঙ্গে পরিচয় হয় তার। যার মাধ্যমে ওনাইসী সাঈদ নতুন নতুন মাদক সম্পর্কে জানতে পারে। ব্যবসায়িকভাবে নতুন মা,,দ,,ক কারবারে আগ্রহী হয়। থাইল্যান্ড থেকে বর্তমানে কানাডায় অবস্থান করা ফয়সালেই নতুন মা,,দ,,ক সরবরাহকারী। আর এভাবেই ওনাইসি সাঈদ আন্তর্জাতিক মা,,দ,,ক সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হয়।

Related articles

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest articles