যেমন খুশি, তেমন সাজোর মতো অবস্থা বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: ফারুক আহমেদ!

বাংলাদেশের দল গঠন নিয়ে ভক্ত-সমর্থকদের চাহিদা আকাশচুম্বী। তবে কখনো কি ভক্তদের চাহিদা পূরণ করতে পেরেছেন! বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু উল্টো ভুলভাল দল গঠন করে সব সময় ভক্তদের সমালোচনার তুঙ্গে ছিলেন তিনি।




এদিকে বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তাঁর ভাষায় চলছে আসলে যেমন খুশি তেমন সাজের মতো করে। কোন পরিকল্পনা তো চোখে পড়ছে না। এমন তো নয় যে বিশ্বকাপে দিন তারিখ এই সেদিন ঠিক হয়েছে।

এত বড় টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে টিম ম্যানেজমেন্টের ঘুম ভাঙলো কিনা এখন। বিশ্বকাপের আগে শ্রীরাম ওরাসেল ডমিঙ্গোকে বাদ। এছাড়াও বিশ্বকাপের দল তিনি আরো জানিয়েছেন শ্রীরাম তিন দিনের জন্য এসে বললেন যে, আমরা ইম্প্যাক্ট খেলোয়ার খুঁজছি!

এটি তো অনেকটা আগের দিনের রাতে পরিকল্পনা করার মত ব্যাপার হয়ে গেল। ইম্প্যাক্ট খেলোয়াড় খুঁজবেন, ভালো কথা সেটা তো শুরু করবেন ১ বছর আগে থেকেই। ইম্প্যাক্ট এর কথা বলে যাকে নিয়েছেন তাকে আবার খেলায় নি। নাজমুল হোসেন শান্তকে কি খেলিয়েছে এমন প্রশ্ন ফারুকের।




অপরদিকে বিশ্বকাপে দলের ওপেনার এবং বাংলাদেশে এই টিম নিয়ে কতটা ভালো খেলবে সেটা নিয়েও চিন্তিত ফারুক। এখন দলটির অবস্থা দেখুন। কোন স্থিরতা নাই ওপেনিংয়ে। আপনি বিশ্বকাপ খেলতে চলে যাচ্ছেন আনকোরা দুই ওপেনার নিয়ে। মিডল অর্ডারে আছে সিরিয়াস অভিজ্ঞতার অভাব।

ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে এ ধরনের অবস্থায় বিশ্বাস রেখে যাচ্ছেন আপনি। এ দল নিয়ে যদি ভালো কিছু করেও সেটি হবে ঝড়ে বক মরে যাওয়ার মতো। এমন হয় না যে ক্রিকেটে কোন দিন হঠাৎ করে কিছু ঘটে যায়। তবে সেটি কিছুতেই সার্বিক পরিকল্পনার ফসল হবে না।




Related articles

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest articles