রাজনৈতিক প্রতিহিংসায় নেইমারের ইনজুরি উদযাপন করা লজ্জার

ফিট হয়ে বিশ্বকাপ খেলতে আসা উজ্জীবিত নেইমার ব্রাজিলের প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়েছেন। সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা হবে না তার। ইনজুরি থেকে সেরে ওঠার গতি দ্রুত হলে দেখা যেতে পারে ক্যামেরুনের বিপক্ষে। তার ইনজুরিতে হতাশা ভর করেছে ব্রাজিল শিবিরে, ভক্তদের মনে। অথচ ব্রাজিলের অনেকে নেইমারের ইনজুরি ‘উদযাপন’ করেছেন।




ইনজুরির পর নেইমার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন যে, আবার জন্ম নেওয়ার সুযোগ পেলে ব্রাজিলকেই বেছে নেবেন। তার ওই পোস্টে অনেক ভক্ত সমালোচনা করেন। প্রথমে যার পাল্টা দিয়েছেন রাফিনহা। তিনি ইনস্টায় খেলেন, ‘ব্রাজিলিয়ানরা চায় নেইমারের পা ভাঙুক। এই দেশ নেইমারকে পাওয়ার অযোগ্য।’

নেইমারকে ওই সমালোচনার কারণ রাজনীতি। ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পিএসজি তারকা সমর্থন দিয়েছিলেন জাইর বোলসোয়ানোকে। যে কারণে নেইমারকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছে। তার ইনজুরিতে খুশি হয়েছেন বোলসোয়ানোর রাজনৈতিক প্রতিপক্ষ।




বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার কাসেমিরো। রাজনৈতিক কারণে নেইমারের ইনজুরি উদযাপন লজ্জার বলে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন তিনি, ‘এটা লজ্জার। আমি দুঃখিত, তবে পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা অন্যের অমঙ্গল কামনা করেন।’

কাসেমিরো জানান, নেইমারের এমন অমঙ্গল কামনা প্রাপ্য নয়, ‘নেইমার অনেক বড় হৃদয়ের মানুষ। সে অনেকের পাশেই দাঁড়িয়েছে, উপকার করেছে। তার এমন অশুভ কামনা প্রাপ্য নয়। তার সঙ্গে খেলা সৌভাগ্যের ব্যাপার। দূভাগ্য যে, আগামী ম্যাচে তার সঙ্গে খেলতে পারবো না। তার মতো খেলোয়াড়কে হারানো বড় ক্ষতি।’




সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিল কোচ তিতের চ্যালেঞ্জ নেইমারের জায়গা পূরণ করা। লুকাস পাকুয়েতা, গ্যাব্রিয়েল জেসুসরা ওই জায়গায় খেলতে পারেন বলে মনে করছেন কাসেমিরো, ‘নেইমারের বদলি কোচ ঠিক করবেন। আমাদের লুকাস পাকুয়েতা আছে, যে শেষ দুই-তিন বছর ধরে খেলছে। আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে। আমাদের রাফিনহা আছে, অ্যান্তোনিও আছেন। রিচার্লিসন আছে, জেসুসও আছে। এটা প্রতিপক্ষের জন্য হতাশার।’

Related articles

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest articles