শুধু আইপিএল না অন্য যে কোনো টুর্নামেন্ট বয়কট করার কোনো মানেই হয় না : সাকিব

বাংলাদেশের দল যখন জিম্বাবুয়ের মাটিতে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলতে ব্যস্ত তখন ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রের পরিবারের সাথে সময় কাটাচ্ছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি দেশে ফিরে কয়েকটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশগ্রহণ করেছেন তিনি।




তবে আবারো যুক্তরাষ্ট্রের পরিবারের কাছে ছুটে গিয়েছেন তিনি। সেখানে গত পরশু বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সাকিব খানের সাথে একই মঞ্চে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান। নিউইয়র্কে সেই অনুষ্ঠানে ও ক্রিকেটে নিয়ে কথা বলেছেন তিনি।

সেখানে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে প্রশ্ন করা হলে সাকিব আল হাসান সেই প্রশ্নের জবাবে বলেন, “দেখেন, আসলে আবেগের জায়গাটা কম, আবেগ দিয়ে সবসময় সব কিছু বিবেচনা করা যায় না। আইপিএল এমন একটা মঞ্চ এখন, আপনি স্বীকার করেন বা না করেন পুরো বিশ্ব ক্রিকেটই চায় এমন একটা জায়গায় খেলতে”।

এখানে খেলাটা সব খেলোয়াড়ের জন্যই ভালো একটা সুযোগ। এখান থেকে যে অভিজ্ঞতাটা আপনি পান সেটি অনেক বড় কিছু।” এই সময়ে সাকিব ২০১৯ বিশ্বকাপের কথা স্মরণ করেন। সাকিব আরো বলেন, “আপনি যদি দেখেন ২০১৯ বিশ্বকাপের আগেও আমি ম্যাচ খেলিনি। পুরো দেড় মাস আমি ওখানে বসেছিলাম।

ওখানে থাকার কারণে জনি বেয়ারিস্টো, রশিদ খান, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন ওদের সঙ্গে থেকে দেখেছি যে বিশ্বসেরা কীভাবে হওয়া যায়। বিশ্ব ক্রিকেটকে যে ওরা লিড করে সেটা কী কারণে করে, সেটা আমি ওখান থেকেই জেনেছি। ওখানে যদি না যেতাম কখনোই জানতে পারতাম না”।

চেষ্টা করেছি কীভাবে ওদের কাছাকাছি যাওয়া যায়। আমার মনে হয় যেটা আমাকে অনেকটা কাজে দিয়েছে। ২০১৯ বিশ্বকাপে তার ফল আমি পেয়েছি। আইপিএল বলেন সিপিএল বলেন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যে অভিজ্ঞতা পাওয়া যায় তা দেশের ক্রিকেটেরই লাভ হবে। শুধু আইপিএল না অন্য যে কোনো টুর্নামেন্ট বয়কট করার কোনো মানেই হয় না।

Related articles

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest articles