সাকিবকে নিয়ে সংবাদ সম্মেলনে যা বললেন নুরুল হাসান সোহান

সংযুক্ত আরব আমিরাতে ক্যাম্প ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। তবে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের ব্যস্ততায় দলে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার অবর্তমানে দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।




দেশ ছাড়ার আগে বিমানন্দরে অধিনায়ক নুরুল হাসান সোহান জানালেন লক্ষ্য থাকবে জয়ের ছন্দে থাকা।

সোহান বলেন, ‘সাকিব ভাইয়ের সাথে কথা তো হয়, তবে ওরকম কিছু এখনো হয়নি যাওয়ার পর হবে হয়তো সরাসরি কথা হবে। ওনিও সিপিএল নিয়ে ব্যস্ত আছেন। অবশ্যই যেটা বললাম যে লক্ষ্য থাকবে উইনিং রেসে খেলা। আমরা যদি দুটি ম্যাচই ভালো মতো জিতে শেষ করতে পারি তাহলে সামনে নিউজিল্যান্ড ট্যুর এবং বিশ্বকাপে কাজে দেবে।




দলে অলরাউন্ডার সাকিব আল হাসান না থাকায় তার জায়গায় যে ক্রিকেটার থাকবেন, তার নিজেকে মেলে ধরার সুযোগ থাকছে এ সিরিজে এমনটাই দাবি সোহানের। এ অধিনায়ক বলেন, ‘সাকিব ভাইয়ের মতো একজন ক্রিকেটারকে তো সবসময় চাই। তবে আমি মনে করি এটা আরেকজনের জন্য সুযোগ যে তার জায়গাই খেলবে।

দুবাইয়ে আগামী ২৫ অক্টোবরে প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর। ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ২৮ তারিখ বাংলাদেশ দল ফিরে আসবে ঢাকায়।



Related articles

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest articles