গত কয়েক দিন ধরে সৌদি আরবের মক্কা, জেদ্দাসহ বিভিন্ন অঞ্চলে তীব্র বৃষ্টি ও তুষারপাত চলছে। এসময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিত্র মসজিদুল হারামে তুষারপাতের একটি ভিডিও ভাইরাল হয়।
তাতে তীব্র তুষারপাতের ভেতর পবিত্র কাবা ঘর প্রাঙ্গণে মুসল্লিদের তাওয়াফ করতে দেখা যায়। কিন্তু মক্কায় এ ধরনের কোনো কিছু ঘটেনি বলে জানিয়েছে সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
সৌদির রিউমার্স প্রেভেনশন অথরিটি জানায়, সামাজিক যোগাযোগা মাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও ভিডিও সঠিক নয়। ভিডিওর ক্যাপশনে লেখা ‘পবিত্র মক্কায় প্রথম বারের মতো তুষারপাত’ তথ্যটিও ভুল বলে জানা যায়। এদিকে মক্কা প্রভিন্স অথরিটির পক্ষ থেকে তুষারপাতের ভিডিওটি সঠিক নয় বলে জানায়।
সৌদি সংবাদ মাধ্যম আল-আরাবিয়াহ সূত্রে জানায়, পবিত্র মসজিদুল হারামে তুষারপাত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ও ছবিগুলো সঠিক নয়। বরং এসব ছবি ও ভিডিওতে অনেক এডিট রয়েছে।
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমে ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। দেশটির বিভিন্ন অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত এবং মরু অঞ্চলে তুষারপাতও দেখা যায়। এর আগে গত ২৯ ডিসেম্বর সৌদি আরবের বেশির ভাগ অঞ্চলে শিলাবৃষ্টি, বজ্রপাত ও মুষলধারে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি (এনসিএম)।
সূত্র : সৌদি গেজেট
تنويه🔴
الفيديو المُتداول بعنوان “لأول مرة ثلوج في مكة المكرمة ١-١-٢٠٢٣” هو فيديو مُعدل تقنياً باستخدام الفلاتر، علماً أن درجة الحرارة في مكة بلغت اليوم 30 درجة مئوية، كما أنها غير مُهيأة مُناخيا لتساقط الثلوج pic.twitter.com/oZ1tn2nB5M— طقس العرب – السعودية (@ArabiaWeatherSA) January 1, 2023