আর্জেন্টিনা দলে পরিবর্তনের ইঙ্গিত, ডাক পেতে পারেন গার্নাচো

সংযুক্ত আরব আমিরাতে ক্যাম্প করে, প্রস্তুতি ম্যাচে বড় জয় তুলে নিয়ে কাতারে পা রেখেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। তবে ২৬ জনের ওই দলের চার খেলোয়াড় ইনজুরিতে আছেন। ম্যাচ ফিটনেস না পেলে দলে শেষ মুহূর্তে পরিবর্তন আনা হতে পারে বলে ইঙ্গিত করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।




সেক্ষেত্রে দলে ঢুকতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ১৮ বছরের তরুণ ফরোয়ার্ড আলেজান্দ্রে গার্নাচো। জাতীয় দলে এখনও অভিষেক না হলেও তরুণ এই ফরোয়ার্ড আলবিসেলেস্তেদের ট্রামকার্ড হতে পারেন বলে মনে করা হচ্ছে। বিশ্বকাপ ক্যাম্পে থাকলেও সুযোগ পাবেন অনেক কিছু শেখার।

আর্জেন্টিনার রক্ষণের অন্যতম ভরসার নাম ক্রিস্টিয়ানো রোমেরো। যিনি টটেনহ্যামে খেলছেন। দলটির রক্ষণের এক ব্রেক থ্রুর নাম ২৫ বছর বয়সী এই সেন্ট্রাল ডিফেন্ডার। কিন্তু তিনি ইনজুরিতে আছেন। পাউলো দিবালা রোমার হয়ে এক ম্যাচ খেলেই বিশ্বকাপে এসেছেন। তবু তার পূর্ণ ফিটনেস নিয়ে প্রশ্ন আছে। ওদিকে সেভিয়ায় খেলা পাপ্পু গোমেজ আছেন ইনজুরিতে। ফিওরেন্টিনায় খেলা নিকোলাস গঞ্জালেসকে নিয়েও শঙ্কা আছে।




আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর আর্জেন্টিনার কোচ বলেছেন, তিনি নিশ্চিত নন এই ২৬ জনই দলের সঙ্গে থাকবেন কিনা, ‘সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের হাতে সময় আছে। দলে কিছু খেলোয়াড় আছে, শারীরিকভাবে যারা কিছুটা সমস্যায় করছে। সত্য হলো, দলের সঙ্গে যে ২৬ জন আছে তাদের সকলের টিকে যাওয়ার বিষয়ে আমি নিশ্চিত নই। কোন পরিবর্তন আনবো কিনা তা চূড়ান্ত করার জন্য আমাদের হাতে সময় আছে।’

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আর্জেন্টিনার ৫-০ গোলে জয়ের ম্যাচে দিবালা-রোমেরোরা ছিলেন না। মেসিকে খেলতে হয়েছে পুরো সময়। আকাশি-সাদা জার্সির দলটি আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। প্রথম ম্যাচের আগে পাপ্পু গোমেজ, দিবালার থেকে পূর্ণ ফিটনেসের নিশ্চয়তা না পেলে কোচ দলে পরিবর্তন আনতে পারেন।




Related articles

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত