বাংলাদেশ গেলো ওয়েস্ট ইন্ডিজে আর ওয়েস্ট ইন্ডিজ গেলো পাকিস্থানে

৩ জুন দুইটি ফ্লাইটে পাঁচ জন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পর ৬ জুন দ্বিতীয় বহরে যাচ্ছেন তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ ও ব্যাটিং কোচ জেমি সিডন্সসহ ৭ জন।

বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও কোচিং স্টাফদের কয়েকজন ৮ জুন রওনা দেবেন। এছাড়া রাসেল ডোমিঙ্গো ও পেস বোলিং কোচ এলান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকা থেকে দলের সঙ্গে যোগ দেবেন।

সবমিলিয়ে টাইগাররা যখন একে একে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়তে ব্যস্ত, তখন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা গিয়েছেন পাকিস্তান। বুধবার থেকে শুরু হচ্ছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

বিশ্বকাপ সুপার লিগে অংশ হিসেবে থাকা এই সিরিজ খেলতে আজ সকালে পাকিস্তানের ইসলামাবাদ বিমানবন্দরে গিয়ে পৌঁছেছে ক্যারিবীয়রা। সেখান থেকে বিশেষ চাটার্ড ফ্লাইটে সিরিজের ভেন্যু মুলতানেও পৌছেছে সফরকারীরা।

সিরিজের খেলা শুরুর আগে অনুশীলনের বেশি সময় পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার এক দিনের অনুশীলন করেই মাঠে নেমে যেতে হবে তাদের। আগামী বুধবার শুরু হবে সিরিজটি। পরের দুই ম্যাচ শুক্র (১০ জুন) ও রোববার (১২ জুন)। তিনটি ম্যাচই হবে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে।

Related articles

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত